ইউটিউব কথাটির সাথে আমার ছোট-বড় প্রায় সবাই পরিচিত। যাদের একটি এন্ড্রয়েড ফোন আছে তারা দিনে অন্তত কম হলেও , একবার ইউটিউব থেকে ঘুরে আসি । কারণ সময় নষ্ট করার অন্যতম একটি অনলাইন মাধ্যম ইউটিউব । ইউটিউব এ সকল প্রকারের ভিডিও পাওয়া যায় । সেগুলো আমরা সময় নষ্ট করি , বসে বসে দেখি ইউটিউব ।
ভিডিও এসইও কি ??ইউটিউব ভিডিওতে এসইও কিভাবে করবেন ?
আচ্ছা কখনো ভেবে দেখেছেন , কে বা কারা এই ভিডিওগুলো ইউটিউবে দিয়ে রেখেছে ? আর তাদের কি বা লাভ হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে । যারা ইউটিউবে এই ভিডিওগুলো দিয়ে রেখেছে তারাও আপনার মত মানুষ । তারা কি জন্য সময় নষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করে ? তাদের কি সময়ের কোন দাম নাই ??
এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি হয়তো অবাক হবেন । ফেসবুকে যেমন , একটা আইডি থাকে । ইউটিউব এ ভিডিও আপলোড দেয় তাদের একটা আইডি বা ইউটিউব চ্যানেল থাকে , যার মাধ্যমে তারা এই ভিডিওগুলো আপলোড দেয় , আর আমরা বসে বসে দেখি । এখন আপনার মনে হতে পারে জারা ভিডিওগুলো আপলোড দেয় তাদের কি এমন লাভ হতে পারে ? আপনি জানলে অবাক হবেন যাদের ইউটিউবে একটা চ্যানেল আছে এবং চ্যানেলগুলো ভালো পজিশনে রয়েছে সেইসব চ্যানেল থেকে প্রতি বছর 50000 , 1 লাখ 5 লাখ্10 লাখ এমনকি মিলিয়ন মিলিয়ন টাকা পর্যন্ত ইনকাম করছে একটি ইউটিউব চ্যানেল থেকে ।
অবাক হচ্ছেন ভাবছেন মিথ্যা বলেছি । এর একটি কথা ও মিথ্যা না । এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইউটিউবে ভিডিও ছেড়ে কিভাবে ইনকাম হয় । আপনি হয়তো লক্ষ্য করেছেন ইউটিউবে যখন আপনি ভিডিও গুলো ওপেন কররে দেখতে থাকেন তার মাঝে মাঝে কিছু চলে আসে । যে এগুলো আমরা টিভিতে মাঝে মাঝে দেখে থাকি যদি আপনি ফোন থেকে ভিডিও গুলো দেখেন তাহলে দেখবেন মাঝে মাঝে আপনার ওই ভিডিওটার মধ্যে কিছু কিছু ভিডিও এন্ড চলে আসে । আবার যদি কম্পিউটার মনিটর থেকে ভিডিও গুলো দেখেন তাহলে দেখবেন ভিডিওটি ডান সাইডে অপরের দিকে একটা করে আবার মাঝে মাঝে ভিডিওটার নিচের দিকে অ্যাড শো করে ।
একটা ইউটিউব কথাটির সাথে আমরা ছোট-বড় প্রায় সবাই মূলত পরিচিত । তিন প্রকার এড ভিডিও শো করে । যেমন, স্কিপ অ্যাড , নন স্কিপ অ্যাড , ব্যানার এড এই অ্যাড গুলো থেকেই মূলত ইনকাম হয় ।
ইউটিউবে যে মালিক রয়েছে সে এই অ্যাড গুলো এড কোম্পানির কাছ থেকে কিনে নেয় । তারপর ভিডিও গুলোতে শো করায় ।
একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি , যদি একটা ইউটিউব এর মালিক এক কোম্পানির কাছ থেকে 100 টাকায় কিনে নেয় , যদি কোন ভিডিও শো করে তাহলে ওই ভিডিওটা মালিককে 50 টাকা দেয় আর বাকি 50 টাকা ইউটিউব এর মালিক রেখে দেয় ।
আসলে এভাবে ইউটিউব থেকে ইনকাম হয় এখন আপনার মনে হতে পারে, এটা থেকে বা কত ইনকাম হবে । ফেসবুক এ যেমন ফ্রেন্ড থাকে 1000 দেড় হাজার 2500 যায় ঠিক তেমনি ইউটিউবে এমন ফ্রেন্ড থাকে তবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না । ইউটিউব এর কে বলা হয় সাবস্ক্রাইবার ।
আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাহলে মাঝে মাঝে দেখবেন ভিডিওর মধ্যে বলা হয় যে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন । এটার কারণ আপনি যদি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন , অর্থাৎ আপনি ওই চ্যানেলটি কে ফলো করলে আর ঘন্টাটি বাজিয়ে দেন , তাহলে ওই চ্যানেলের যত নতুন নতুন ভিডিও আসবে সবগুলো নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটার এ পেয়ে যাবেন ।তাদের চ্যানেল অনেক বড় অর্থাৎ পাঁচ লাখ, 10 লা্ 20 লাখ, 25 লাখ ইত্যাদি সাবস্ক্রাইবার । এইসব চ্যানেলে যখন একটা ভিডিও আপলোড করে চ্যানেলের মালিকরা তখন একটা ভিডিও চলে আসে এটি ভিও যত বেশি হবে অর্থাৎ যত বেশি লোককে দেখবে ততো বেশি ঐ ভিডিওটিতে অ্যাড শো করবে ।
বাংলাদেশ এর জন্য টাকা একটু কম , অন্যান্য দেশের তুলনায় । তবে দেখা যায় একটি ভিডিওতে 2020 এর জন্য এক ডলার , তবে এটা কমবেশি হতে পারে । এবার আপনি চিন্তা করুন যাদের চ্যানেল অনেক বড় তাদের কত টাকা ইনকাম হয় । এমন অনেক চ্যানেল আছে যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তাদের বছর ইনকাম আছে কোটি কোটি টাকা ।

Post a Comment