
সফল ইউটিউবার হওয়ার টিপসঃ-
তাই একজন সফল বা ইউটিউবে কিভাবে হব বা হওয়ার উপায় কি ? এ বিষয়ে জানার অনেকের রুচি রয়েছে । একজন সফল ইউটিউবার বলতে বোঝায় ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার হয়েছে এবং যার ভিডিওগুলো অনেক ভিউ হয় ।তারা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে অনলাইনে মাসে এত টাকা ইনকাম করছে , যে তারা আলাদাভাবে কোন কাজ করার প্রয়োজন হচ্ছে না । অর্থাৎ ইউটিউব তাদের ক্যারিয়ার গড়া যাচ্ছে ।
সফল ইউটিউবার বলতে আপনি কোন টার্গেট নিয়ে কাজ করছেন , সেটা আপনার উপর নির্ভর করে । আপনার জন্য ইউটিউব এর সফলতা অন্য কোনো পরিকল্পনা রাখতে পারে । কিন্তু আজ 90% ইউটিউব চ্যানেলের মালিকরা ইউটিউব এর সফলতা মানে মনে করে চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং আপলোড দেওয়া ভিডিওতে হাজার হাজার ভিউ । কেননা চ্যানেল হাজার হাজার সাবস্ক্রাইবার আপলোড করা ভিডিওতে হাজার হাজার ভিউ ভাল ভাবে দাঁড়িয়ে পড়ে ।
আরো জানুনঃ-
বাংলাদেশের সফল ইউটিউবার
তারপর সেই ইউটিউব চ্যানেল মাসে মাসে আপনাকে কত হাজার হাজার টাকা দিবে তা আপনি চিন্তাও করতে পারবেন না । এমন অনেকেই ইউটিউব চ্যানেল রয়েছে যাদের সাবস্ক্রাইভ সংখ্যা মিলিয়ন মিলিয়ন । তাদের প্রতি বছরে কম করে হলেও বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হয় । একটা মাত্র ইউটিউব চ্যানেল থেকে ।
এবার চলুন শুরু করি,
একজন সফল ইউটিউবার হতে কি লাগে ??
আজ বেশির ভাগ লোক ইউটিউব থেকে টাকা ইনকাম এর উদ্দেশ্যে একটি ইউটিউব তৈরি করে । তাতে ভিডিও আপলোড দিছে । হয়তো আপনিও এটাই করছেন । কিন্তু কিছুদিন মন দিয়ে কাজ করার পর হয়তো আপনি নিরাশ হয়ে পড়ছেন । কারণ আপনি এত কষ্ট করে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো আপলোড করছেন কিন্তু তাতে কোন ভিউজ সাবস্ক্রাইবার আসছেনা ।
কি ঠিক বললাম তো ? তাই একজন ভালো ইউটিউবার সফল ইউটিউবার এতটা সহজ নয় , যতটা আমরা মনে করি । কিন্তু কিছু সাধারণ নিয়ম বা উপায় মেনে চললে আপনি খুব সহজেই একজন সফল ইউটিউবার হতে পারবেন ।
ইউটিউবে কী কী বিষয়ে ভিডিও তৈরী করলে ভালো হবে
সর্বপ্রথম আপনার প্রয়োজন হবেঃ-
- নিজের কাজের প্রতি বিশ্বাস
- ধৈর্য
- একাগ্রতা
- কাজে মন থাকা
- সফল হব এমন ইচ্ছা
এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও একদিন সফল ইউটিউবার হতে পারবেন । তারপর একজন সফল ইউটিউবার হওয়ার জন্য নিচে লিখা কথাগুলো ভালভাবে বুঝতে হবে ।
Post a Comment