আমি আপনাদের বিস্তারিতভাবে বলব যে কিভাবে ইউটিউব ভিডিওতে এসইও করবেন | ভিডিও গুলো কে কিভাবে এসইও করাবেন শুধুমাত্র আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই পোস্টটি পড়তে থাকেন |
তা না হলে আপনি ভালো করে বুঝতে পারবেন না ইউটিউব ভিডিও এসইও কিভাবে করবেন | এ ব্যাপারে জানার আগে আমি আগেই একটা কথা বলতে চাই , আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ের চাহিদা ইন্টারনেটে ইউটিউবে আছে কিনা তা অবশ্যই জেনে নেবেন | না হলে এটা হবে যে আপনি কষ্ট করে ভিডিও বানাবেন কিন্তু সে ভিডিও দেখার কেউ থাকবেনা | এসইও করেও আপনার কোন লাভ হবে না | তাই ভিডিও সব সময় এমন বিষয় বানাবেন যে , বিষয়ে ভিসিটররা ইউটিউবে সার্চ করে , কোন টপিক ইউটিউবে বেশি সার্চ করা হয় , ইউটিউবে লোকেরা কোন ভিডিও বেশি সার্চ করছে বা আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন ভাবছেন সে বিষয়ে লোকেরা সার্চ করে কিনা তা আপনি অনেক সহজে জানতে পারবেন কিছু অনলাইন টুলস ব্যবহার করে |
এই টুলস গুলোর মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হলো কীওয়ার্ডস এভেরিওয়্যার এক্সটেনশন | এই এক্সটেনশন আপনি নিজের ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজারে ইন্সটল করে নিতে পারবেন |
এরপর আপনি গুগল বা ইউটিউবে গিয়ে আপনার ভিডিওর বা টপিক লিখে সার্চ করলেই হবে আপনার ভিডিও টপিক বা বিষয় সম্পর্কে জানতে পারবেন এতে আপনার দুটো লাভ হবে ।
1. আপনি যে কি-ওয়ার্ড বা বিষয়ে সার্চ করবেন সে বিষয়ে বাকি ওয়ার্ড এর সাথে জড়িত আরও অনেক শব্দ পেয়ে যাবেন যেগুলি লোকেরা ইউটিউবে সার্চ করেন এবং সেই শব্দ বার কীওয়ার্ডগুলি ভিডিওতে ব্যবহার করে আপনি ভালো এসইও করতে পারবেন
2. আপনি কোন বিষয়ে ইউটিউবে সার্চ করলে ওই বিষয়ের উপর টোটাল সার্চে সংখ্যা ও দেখতে পারবেন , ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন টপিকে বা বিষয়ে ভিডিও বানালে আপনার বেশি লাভ হবে ।
ভিডিও এসইও করার আগে যে বিষয়ে ভিডিও তৈরি করার কথা ভাবছেন ওই বিষয়ে ইন্টারনেটে লোকেরা কতটা ইন্টারেস্ট রেট টা ভালোভাবে বুঝতে হবে ।
ইউটিউব ভিডিও গুলোতে এসইও করে রাঙ্ক করার উপায়
আমি উপরে বলেছি নিজের আপলোড করা ভিডিও গুলোতে ভিজিটর পেতে হলে আপনার ভিডিও ইউটিউব সার্চ রেজাল্টে সবচেয়ে উপরে থাকতে হবে । এতে যখন কেউ কোন বিষয়ে সার্চ করবে তখন আপনার ভিডিওটা ওই রিলেটেড হয়ে তারা সহজেই পেয়ে যাবে । এবং এতে আপনার ভিজিটর বাড়বে , কিন্তু আমি উপরে এটাও বলেছি যে আজকাল যে কোন বিষয়ে আপনি ভিডিও বানান তাতে কম্পিটিশন বা প্রতিযোগিতা থাকবে । এতে আপনার ভিডিও লোকেরা খুঁজেই পাবে না ।কেননা ইউটিউব এর কাছে আগে থেকে অনেক ভিডিও রয়েছে । তাই আপনারা যদি নিজের ভিডিওতে ভিজিটর আনতে চান তাহলে এর একটাই উপায় আছে, সেটা হল ইউটিউব ভিডিও এসইও এবং তার সঠিক প্রয়োগ । আমি নিচে যা যা এসইও এর প্রয়োগ সম্পর্কে বলব সেগুলো আপনার ভালো করে বুঝে নিবেন । এবং নিজের ইউটিউব ভিডিওতে প্রয়োগ করবেন এতে আপনার ভিডিওটি রান করবেন এবং সহজেই বেশি বেশি ভিজিটর হবে।
ভিডিও টপিক বিষয়ে ভালো করে জেনে নিন
সর্ব প্রথমে আমি বলব ভিডিও টপিক বা বিষয়ে ব্যাক কিওয়ার্ড রিসার্চ করা । এ ব্যাপারে আমাদের সবচেয়ে বড় ভুল এটাই যে আমরা কিওয়ার্ড রিসার্চ না করেই ভিডিও বানিয়ে ফেলি এতে করে এটাই হয় যে আমাদের ভিডিও দেখতে কেউ আসে না । আর আসবেই বা কী করে কেউ সার্চ করলে তো আমাদের ভিডিও টা তাদের কাছে পৌঁছায় না ।
কিওয়ার্ড রিসার্চ এর মানে হল আপনি যে বিষয়ে বা টপিকের ভিডিও বানাচ্ছেন , সেই বিষয়ে বা টপিকের উপর ভালোভাবে রিসার্চ করে নেওয়া । আপনার বেছে নেওয়া কিওয়ার্ড টপিকের লোকদের রুচি আছে কিনা , আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে ইউটিউবে সার্চ হয় কিনা সেটা , অবশ্যই জেনে আপনার ভিডিও তৈরি করার প্রয়োজন কোন টপিক ইউটিউবে বেশি সার্চ হয় এবং সে কিওয়ার্ড মাসে কতবার সার্চ সেটা আপনাকে আমি উপরে বলা নিয়ম দিয়ে খুজে বের করতে হবে এর বাইরে ও গুগল সার্চ কি-ওয়ার্ড টুল ইন ইটিসি online-free-tools গুলো ব্যবহার করে আপনারা নিচের ভিডিওর জন্য অনেক লাভজনক টপিক বা কিওয়ার্ড খুঁজে পেয়ে যাবেন । এভাবে লাভজনক টপিক বা বিষয়ের খুঁজে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলি সহজেই রাঙ্ক করবেন এবং ভিজিটর আসা শুরু করবে । না হলে আপনি ভিডিও বানাতে থাকবেন কিন্তু সেগুলি কেউ দেখতে আসবে না , কারন আপনার আপলোড করা ভিডিও গুলি লোকেরা খুঁজেই পাবেনা ।
Post a Comment