আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে ??এই সমস্যাটি যে কত খারাপ তারা শুধুমাত্র সেই বলতে পারবে যার সঙ্গে এই সমস্যাটি হয়েছে । কারণ ও সমাধান করতে পারাটা খুবই কষ্টের । কিন্তু চিন্তার কোন কারণ নেই । আপনার সাথে এই সমস্যা হয়ে থাকে তাহলে আজকে নিশ্চয়ই সমাধান পেয়ে যাবেন , এবং এডসেন্স এড করতে পারবেন । কারণ এই পোষ্টটি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ।



তাই পোস্ট একটু বড় হবে কিন্তু কথা দিচ্ছি সৃষ্টিকর্তার কৃপায় এই পোস্টটি পড়ার পর আপনার এডসেন্স অ্যাপ্রুভ হবে 99 শতাংশ গ্যারান্টি রইল । কারন আমার সাথে এই সমস্যাটি হয়েছিল ।

এ্যাডসেন্স এপ্লাই করলে বারবার বলছিল যে , আমার আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে । 9 বার কোন না কোন কিছুর পরিবর্তন করে এডসেন্স এর জন্য এপ্লাই করি । কিন্তু নয় বাড়ি আমাকে বলে আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে । আমার একটি ইউটিউব চ্যানেল আছে , তো নাম ajs 420 । তো ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়েছে । তারপরে আমি এই ব্লগ সাইটটি ওপেন করি।



তো ব্লক এর বয়স হয়েছে অনেকদিন আগে থেকেই কোন কনটেন্ট লিখতাম না । কিন্তু এই কয়েক মাস হল নিয়মিত কনটেন্ট লিখছি । আর ইউটিউব এর সাথে সম্পর্কিত থাকায় মোটামুটি ভাল ভিউ আনতে পারি । যখন পোষ্টের সংখ্যা প্রায় পনের থেকে বিশ হয়ে গেল , তখন এই সাইটের ভিজিটর সংখ্যা প্রায় এক লাখ এর কাছাকাছি ।



প্রথমবার এডসেন্সে এপ্লাই করলাম । আমাকে বলল এই সাইটটি এডসেন্সের নিয়ম-নীতির বাইরে ।আবারও কিছু না কিছু পরিবর্তন করে নতুন করে এপ্লাই করলাম । দ্বিতীয়বার ও একই কথা বলল এবার সুন্দরভাবে ABOUT , DISCLAIMER , PRIVACY POLICY , TERMS AND CONDITIONS পেজগুলো তৈরি করলাম ।

তারপর আবার এপ্লাই করলাম । এপ্লাই করার প্রায় 12 ঘণ্টার মধ্যেই রিপ্লাই দিলো যে আমার আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে , খুব হতাশ হয়ে পড়লাম । এবার দুটো এডসেন্স একাউন্ট কম্পিউটার স্ক্রিনে পাশাপাশি ওপেন করে দেখতে লাগলাম কিসে কিসে মিল রয়েছে । তো দেখলাম ইউটিউব এডসেন্স একাউন্ট রিকভারি জিমেইল রিকভারি জিমেইল মিল রয়েছে । চেঞ্জ করে দিলাম ।

তারপর আবার এপ্লাই করলাম আবারও একই কথা বললো । তারপর আবার দেখতে লাগলাম কোথায় মিল আছে কিন্তু কোন মিল খুজে পেলাম না । তারপরও এই ব্লগে এডসেন্স এর এড্রেস ফোন নাম্বার ইত্যাদি একটু একটু করে চেঞ্জ করে দিলাম তারপর আরও পাঁচ বার এপ্লাই করলাম । কিছু না কিছু পরিবর্তন করে কিন্তু ওই একই কথা বলে যে , আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে ।

ইউটিউব থেকে অনেক ঘাটাঘাটি করলাম । তারপর ভেবে নিলাম মনে হয় একবার যদি এডসেন্স বুঝতে পারে যে , আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাহলে আর ঐ সাইটে ইউটিউব চ্যানেলে কখনো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে না ।

আশায় ছেড়ে দিলাম নতুন একটি ওয়েবসাইটে করে পোস্ট লেখা শুরু করে দিলাম । তারপর ভাবলাম এত কষ্ট করে একটা ওয়েবসাইট এতদিন ধরে কষ্ট করে এভাবে হাল ছেড়ে দিলে চলবে না । তার মধ্যে একটা ইউটিউব ভিডিওতে দেখলাম তারও আগে একটি মনেটাইজ ইউটিউব চ্যানেল ছিল । পরে নতুন আরেক ইউটিউব চ্যানেল মনিটাইজ এর জন্য এপ্লাই করলে ওই একই কথা বলেছিল যে , আগে থেকে একটি এডসেন্স একাউন্ট করেছে কিন্তু পরে এডসেন্স এড হয়েছে ।

তখনই মনে একটু সাহস পেলাম ,আর এবার ভাবলাম এবার এমন ভাবে আপ্লাই করব যদি অ্যাডসেন্সে অ্যাপ্রভ তাহলে হবে না হলে এই সাইডে আর কখনো অ্যাডসেন্সে অ্যাপ্রভ হবে না । তো এবার যেসব কনটেন্ট গুলো দেখছিলাম আর নিজের মনে হচ্ছিল যে কন্টাক্ট গুলোর জন্য আসছে না অর্থাৎ কপি পেস্ট করেছিলাম , তারপর বিভিন্ন এপস এর লিংক শেয়ার করা ছিল এই টাইপের পোস্ট গুলো সম্পন্ন ডিলিট করে দিলাম । যে পোস্ট গুলো রাখলাম তা সম্পূর্ণ আমার নিজের লেখা অর্থাৎ কোন কপি পেস্ট ছাড়াই । তারপর এডসেন্স একাউন্টের নাম ঠিকানা ফোন সব কিছু ডিলিট করে দিয়ে আবার রুমমেটের নাম ঠিকানা ফোন নাম্বার দিলাম । আর আগে থেকে এড্রেস দেওয়া ছিল তাই ডিলিট করে দিলাম , তারপর কম্পিউটারে যেহেতু আগে ইউটিউব চ্যানেলের ব্লগ দুটোই ব্যবহার করতাম , ইউটিউব চ্যানেলের জিমেইল জিমেইল লগইন করা ছিল তাই যেতে ব্রাউজার থেকে দুটো জিমেইল একসাথে ওপেন করছিলাম সবগুলো ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দিলাম ।

তারপর কম্পিউটারে উইন্ডোজ দিলাম এবং নেট কানেক্ট করলাম না । কম্পিউটারের সাথে কিভাবে আমার যে ফোন ছিল অর্থাৎ ইউটিউব চ্যানেল আর ব্লক দুটো একসাথে ফোন দিয়ে ব্যবহার করতাম ।তাই ফোন রিসেট দিলাম । এরপর রুমমেটের ল্যাপটপ থেকে ব্লক ওয়েবসাইট টি ওপেন করে , এডসেন্স এর জন্য এপ্লাই করলাম আর চিন্তা করলাম যতক্ষণ অ্যাডসেন্স থেকে কোনো রিপ্লাই দিচ্ছে ততক্ষণ ফোন বা কম্পিউটার কোনোটাতেই নেট কানেক্ট করব না । নেট কানেক্ট করলে এডসেন্স আবারো ধরে ফেলতে পারে যে আমার আগেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে , যে কথা সেই কাজ এডসেন্স এর জন্য এপ্লাই করার পর প্রতিদিন একটা করে পোস্ট করতাম , কোন কপি পেস্ট ছাড়াই নিজের থেকে লেখা , আর পোস্ট গুলো করতাম একটু বড় বড় ।

এইসব করতাম আমার রুমমেটের ল্যাপটপ থেকে যখন এডসেন্স এর জন্য এপ্লাই করেছিল তখন এর ব্লগ সাইটে পোষ্টের সংখ্যা ছিল 12 টি দেখতে দেখতে 6 দিন কেটে গেল কিন্তু অ্যাডসেন্স থেকে কোন রিপ্লাই দিলো না । আরো পোষ্টের সংখ্যা হয়ে গেল ২০ টি । কিন্তু তারপরও কোন রিপ্লাই দিলো না , এবার আবার ইউটিউব বা ওয়েবসাইট ঘাটাঘাটি শুরু করলাম এবং খুঁজতে চেষ্টা করলাম যে , কেন রিপ্লাই দিতে দেরি হচ্ছে ঘাটাঘাটি করে পেলাম ভিজিটর সংখ্যা কম এবং পোষ্টের সংখ্যা কম এডসেন্স থেকে রিপ্লাই দিতে দেরি করে ।

নবমতম দিনে একেবারে হাল ছেড়ে দিলাম , ভাবলাম এই ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না ।আরো বিভিন্ন কথা মনে হতে লাগল , রাগে-দুঃখে কম্পিউটার মোবাইল সবগুলোতেই নেট কানেক্ট করলাম ।

সকল আশা ছেড়ে দিয়ে যেদিন নেট কানেক্ট করলাম, ওই দিনই রাত বারোটা পর্যন্ত কম্পিউটারে কাজ করে ঘুমোতে যাওয়ার আগে ভাবছি , একটি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসি কিন্তু কিভাবে যেন ওয়েবসাইটে লগইন করে সাথে মেইল টিও লগইন করি । হঠাৎ করে দেখতে পাইলে একটা মেসেজ আসছে ওপেন করে যে অবস্থা হয়েছিল তা আপনাদের এভাবে লিখে প্রকাশ করতে পারবো না ।

এত খুশি লাগছিল এত আনন্দ হচ্ছিল নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল খুশিতে , এত কষ্টের পর 9 বারের মাথায় অ্যাডসেন্সে অ্যাপ্রভাল । কথাই বলে অপেক্ষার ফল মিষ্টি হয় ।অনেক অপেক্ষা অপেক্ষা করছিলাম তাই হয়তো ফল মিষ্টি হয়েছিল ।

যাইহোক আমি যা যা করেছিলাম ওসব কিছু বললাম আপনার যদি এই কাজটি করেন আশা করি আপনার একটা কাজে যদি আপনি শত ভাবে লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই সেই কাজে আপনি সফল হবেন । সফলতা আপনার কাছে এসে ধরা দেবে ।

যদি কোন কিছু জানার প্রয়োজন হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ।এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।






1 Comments

Post a Comment

Previous Post Next Post